ইসরাইলে মার্কিন অ্যাম্বাসেডর হিসেবে ফ্রাইডম্যানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে মার্কিন অ্যাম্বাসেডর হিসেবে ডেবিড ফ্রাইডম্যানের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ট্রানজিশন টিমের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে কাজ করবেন ডেবিড ফ্রাইডম্যান।
ফ্রাইডম্যান জানিয়েছেন, ইসরাইলের জেরুজালেমে অবস্থিত ইউএস অ্যাম্বাসিতে বসে কাজ করবেন তিনি।
এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণে ধারণা করা হচ্ছে ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমেকে অতি শিগগির স্বীকৃতি দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসেডেন্ট হলে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন।
গ্রন্থনা: রাকিব