ইসলামবাগে ভবনে আগুন

ঢাকা: রাজধানীর লালবাগের ইসলামবাগের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ওই ঘটনায় হযরত আলী নামে এক ভাঙারি ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ইসলামবাগের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামবাগের যে ভবনটিতে আগুন লেগেছে তার নিচতলায় প্লাস্টিক পণ্যের গোডাউন রয়েছে। ভবনের অন্য তলাগুলোয় রয়েছে বাসাবাড়ি।
প্রতিবেদন: প্রীতম