
ঢাকা: জুমার নামাজের খুতবা ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক ‘নির্ধারণ’করে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট জুলফিকার আলী জুনুর পক্ষে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এই রিট আবেদন করেন। রিটে ইফার মহাপরিচালক শামীম মোহাম্মাদ আফজাল, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও খুতবা সমন্বয়কারী কমিটিকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২৫ জুলাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘নির্ধারণ’ করে দেয়া জুমার নামাজের খুতবা বাতিল করতে মুসলিম উম্মাহর পক্ষে সরকারের প্রতি একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিল। সে নোটিশের যথাযথা জবাব না পাওয়ায় এই রিট আবেদন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক লিখিত জুমার নামাযের খুতবা নিয়ে ২৫ জুলাই রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু দেশের ধর্মপ্রাণ মানুষের পক্ষে সোমবার এ নোটিশ পাঠান।
নোটিশে ৭দিনের সময় বেঁধে দেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইফার মহাপরিচালককে রিটের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জুমার নামাজের নির্দিষ্ট খুৎবা ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে। সরকারের অনেক মন্ত্রী বলছেন ইসলামিক ফাউন্ডেশনের খুতবার বাইরে কোনো ইসলামী বক্তব্য বিশ্লেষণ করলে মসজিদের খতিবদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। এটা ধর্মপ্রাণ মুসলমানের জন্য তথা মসজিদের খতিবদের জন্য অপমানজনক ও সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
এতে আরো উল্লেখ করা হয়, নোটিশের মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতির স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত খুতবা বাতিল পূর্বক মসজিদের খতিবদের কুরআন ও হাদীসের আলোকে খুতবা প্রদানের স্বাধীনতা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
অথবা ইফার উক্তরূপ সিদ্ধান্ত এবং খুতবা নির্ধারণ করে দেওয়া কেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল হবে না এবং কেন তা অবৈধ ঘোষণা করা হবে না, তা লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে দেশবাসীর কাছে মিডিয়ার মাধ্যমে জানানোর এবং লিখিত আকারে লিগ্যাল নোটিশের উত্তর প্রদানের জন্য অনুরোধ করা হল।
অন্যথায় দেশের ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে খতিবদের স্বাধীনভাবে কুরআন হাদীসের আলোকে খুতবা প্রদান করার সুযোগ দেওয়া কল্পে আইনগত সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসআই