
ঢাকা: আওয়ামী লীগ সরকার ইসলাম এবং জঙ্গিবাদকে একাকার করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর রিপোটার্স ইউনিটির ছোট রুমে ন্যাশন্যাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা এক অদ্ভূত দেশে বসবাস করছি। যেকোন ধর্মীয় অনুষ্ঠান শাসকগোষ্ঠী রক্তচক্ষু দিয়ে ভয় দেখিয়ে তাদের ইচ্ছা মত চালাচ্ছে। ইসলাম আর জঙ্গিবাদকে তারা একাকার করে দিয়েছে।”
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে রিজভী বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা আওয়ামী লীগ শাসনামলের কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির নির্দেশেই এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত নিরপেক্ষ থাকলে এ ধরনের মামলায় কখনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো না। আমরা বিএনপির পক্ষ থেকে এ ধরনের হীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে তা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।
সরকার দেশকে জঙ্গিবাদী দেশে পরিণত করতে চেষ্টা করছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন,“জঙ্গিবাদের সংজ্ঞা জানতে অন্য কিছু পড়ার দরকার নেই, ছাত্রলীগ যুবলীগের জীবনী পড়লেই সব জানা যাবে।” মুসলিম বিশ্বে জঙ্গিবাদের আদর্শ আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, কৃষক দলের যুগ্ম-সাধারণ শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: প্রণব