ইসি’র ওয়েবসাইট হ্যাক

ঢাকা: আবারো হ্যাকের শিকার হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট। মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের নজরে আসে।
ইসির ওয়েবসাইট খুললে হোম পেইছে ভেসে আছে ‘hacked by nofawkX-al’। তা ছাড়া সেখানে একটি লোগোও দেখা যাচ্ছে, যা কসোভো লিবারেশন আর্মির। হ্যাকার গ্রুপটি নিজেদের এই নামে পরিচয় দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
হোম পেজে ইউটিউবের একটি লিংকও দেওয়া হয়েছে। সেখানে লিবারেশন আর্মির আদেম জাশারি সম্পর্কে তথ্য রয়েছে। এর আগে চলতি বছরে মে মাসে এবং ২০১৪ সালের জুন মাসে দুই দফা হ্যাকারদের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই