ইসি পুনর্গঠনের প্রস্তাবনা নিয়ে বিকেলে খালেদার সংবাদ সম্মেলন

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠনের একটি প্রস্তাবনা দিতে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিকেল ৪টায় এ সম্মেলনে তিনি বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন শক্তিশালী করতে প্রস্তাবনা তুলে ধরবেন খালেদা জিয়া।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমাবেশের অনুমতি পেলে খালেদা সেখানেই এ প্রস্তাবনা তুলে ধরতেন। সরকার যেহেতু সমাবেশের অনুমতি দেয়নি, তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের নতুন রূপরেখা দেবেন বিএনপি চেয়ারপারসন।”
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের