
ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রস্তাব ও সুপারিশমালা তৈরির জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তওফিক ইমাম কমিটির আহ্বায়ক এবং ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহীউদ্দীন খান আলমগীর, মোঃ রশিদুল আলম, অ্যাম্বাসেডর মোঃ জমির, অ্যাডভোকেট মোঃ আবদুল বাসেত মজুমদার, সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি ও আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু সদস্য নির্বাচিত হয়েছেন।
উক্ত কমিটি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে সংগঠনের সভাপতি শেখ হাসিনার নিকট উপস্থাপন করবেন।
আগামী ১১ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক মত-বিনিময়ে সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ