ইয়াবাসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

চট্টগ্রাম: নগরীর চকবাজার থানার ‘হোটেল জামান’ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র সাওকাত উল ইসলাম (২১) ও শাহ আলম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘হোটেল জামান’ থেকে ২ হাজার পিস ইয়াবা সহ সাওকাত উল ইসলাম ও শাহ আলমকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন কোতোয়ালী সার্কেলে পরিদর্শক ইব্রাহিম খান।
প্রতিবেদক- সালেহ নোমান, সম্পাদনা- হাসান জিহাদ, জাহিদুল ইসলাম