
সানা: ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের আবস শহরে মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স নামে একটি হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।
দাতব্য সংস্থা পরিচালিত এ হাসপাতালে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী এ বিমান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেন সরকারকে সহায়তা করছে।
তবে সৌদি জোটের তরফ থেকে ওই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। হামলার পর খুব সতর্কতার সঙ্গে সেখান থেকে হতাহতদের উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। কেননা সেখানে আবারো হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
এমএসএফের এক টুইট বার্তায় বলা হয়েছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দু`জনের মৃত্যু হয়েছে।
২০১৫ সাল থেকে সেদেশের সরকারকে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনী বিমান হামলা করে আসছে।
জাতিসংঘের তথ্যমতে, এখন পর্যন্ত ইয়েমেনে সংঘর্ষে সাড়ে ৬ হাজারের মত মানুষ নিহত হয়েছেন এবং ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সরকারী বাহিনী ও শিয়া বিদ্রোহীদের সংঘর্ষের জন্য।
নিউজনেক্সটবিডি ডটকম/মাহতাব শফি