ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার দেশটির খোর মাকসার জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জানা যায়, ঘটনাস্থলের পাশে একটি সামরিক ঘাঁটি অবস্থিত। এরই নিকটে উপস্থিত হয়ে সেনারা বেতন-ভাতা সংগ্রহ করছিলো। এ সময় আত্মঘাতী হামলা চালায় হামলাকারী।
প্রাথমিকভাবে হামলার ঘটনায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন।
এর আগে গত সপ্তাহে এডেনের সাওলাবান ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত অর্ধশতাধিক মানুষ। পরে এ হামলার দায় স্বীকার করে নিয়েছিলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
গ্রন্থনা: রাকিব