
ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার এই যুদ্ধবিরতি শুরু হবে। সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) দেয়া এক যৌথ বিবৃতিতে এই যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। হুতি বিদ্রোহী ও তাদের মিত্ররা এটা মেনে নিলে এবং দখলমুক্ত এলাকায় চিকিৎসা সহায়তা পৌঁছাতে দিলে সাময়িক এ যুদ্ধবিরতি আরও বাড়ানো যেতে পারে।
জোট বাহিনীর ঘোষণায় সৌদি বাদশার প্রতি ইয়েমেনের প্রেসিডেন্ট আবদুরাব্বো মানসুর হাদির যুদ্ধবিরতির অনুরোধ জানানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্ট হাদি নিজ দেশ থেকে পালিয়ে এখন সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন।
মার্কিন বাহিনীর সমর্থন নিয়ে দেশটিতে জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলাসহ বিভিন্ন হামলা চালিয়ে আসছে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী