
সানা: ইয়েমেনের বন্দর নগরী এডেনের একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৪৯ জন সেনা হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।
সেনা কর্মকর্তা এবং চিকিৎসকেরা বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববার সকালে এডেনের উত্তর-পূর্বাঞ্চলে আল সলবান ঘাঁটিতে বেতন সংগ্রহ করার জন্য জমায়েত একদল সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।
এডেন আল-ঘাদ নামে স্থানীয় একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট জানায়, বিস্ফোরণের ফলে ৪৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এই হামলার এক সপ্তাহ আগে ইয়েমেনে আইএসের হামলায় ৪৮ সেনা নিহত এবং ২৯ আহত হয়েছিলেন। আইএস সেটির দায় স্বীকার করেছিল।
সাম্প্রতিক মাসগুলিতে ইয়েমেন সরকারের অস্থায়ী ঘাঁটি হিসেবে পরিচিত বন্দর নগরী এডেনে সরকারী কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা এবং গোলাগুলির ঘটনা ঘটছে।
সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুরের অনুগত বাহিনী গত বছরের জুলাইয়ে হুতি বিদ্রোহীদের বিতাড়িত করার পর যে শূণ্যস্থানের সৃষ্টি হয়েছে, আল কায়েদা, আইএসের মতো জঙ্গি গোষ্ঠীরা তা দখলের চেষ্টা করছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে বিগত ২০ মাসের সংঘর্ষে অন্তত ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যা এই দারিদ্র্যপীড়িত দেশটিতে মানবিক সংকটের সৃষ্টি করেছে। সূত্র: ইয়াহু নিউজ
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ