
নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ই-কমার্সসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ হুঁশিয়ারি দেন। জনগণের টাকা ফিরে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেন, মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণাটা করে, এটার শাস্তি অবশ্যই হবে। আমরা বসে নেই, সাথে সাথে এদেরকে ধরা হয়েছে। একবার যখন ধরা হয়েছে তখন তারা টাকাগুলো নিয়ে কোথায় রাখল, কী করল, কী সম্পদ বানাল সেটাও কিন্তু খুঁজে বের করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে, এ কমার্সের বিভিন্ন প্রতারণার বিষয়টি সামনে আসার পর অভিযোগ ওঠা ১০ থেকে ১২টি ই কমার্স প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাহীদের গ্রেপ্তার করেছে।