
ঢাকা: ব্যবসায়িক কেনাকাটার সকল সমাধান শুরু করেছে দেশের প্রথম ব্যবসায়িক ই-কমার্স ওয়েব সাইট সিন্দাবাদ ডটকম । দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের একটি প্রতিষ্ঠান জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস লিমিটেড’র অধীনে নতুন এই ই-কমার্স স্টার্ট-আপের যাত্রা শুরু হয়।
সিন্দাবাদ ডটকম সাইটটিতে স্টেশনারি, অফিস সাফাই, হাউজ কিপিং আইটেম, ইলেক্ট্রিকাল আইটেম, আইটি ইকুইপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি আইটেমসহ ৫টি ক্যাটাগরিতে প্রায় ৬,০০০ পণ্য আছে যা পাওয়া যাবে পাইকারি মূল্যে।
এছাড়াও যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্লিক করেই, যেকোনো সময়ে, নিজেদের সুবিধামত অর্ডার করতে পারবে। যা সময়মত অফিস কিংবা ফ্যাক্টরিতে পৌঁছে যাবে ।
ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ এবং প্রকল্প হাতে নিয়েছে আইটি সেক্টরকে ৫ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে রূপান্তর করার জন্য। সিন্দাবাদের মতো ব্যবসায়িক কেনাকাটার ওয়েব সাইট, দেশের ই-কমার্স কে এগিয়ে নিয়ে যাওয়ায় অনেক অবদান রাখবে।
অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শরিফ জহির বলেন, ‘অনন্ত গ্রুপ বিবিধ খাতে ব্যবসায় সম্প্রসারণ করছে। সিন্দাবাদ ডট কম একটি অভিনব উদ্যোগ। আমাদের মত বৃহৎ ব্যবসায়ে ব্যাবসায়িক কেনাকাটার জন্য প্রচুর সময় এবং মানব সম্পদ খরচ হয়। সিন্দাবাদের মত উদ্যোগের ফলে ব্যাপারটা অনেক অনায়াসে করা যাবে।
তিনি আরো বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ ক্রেতারাও তাদের ঘরের জন্য কেনাকাটা করতে পারবে, যদিও ভলিউম ডিসকাউন্ট শুধুমাত্র বড় আকারের ব্যবসায়িক কেনাকাটার জন্য প্রযোজ্য হবে। ক্রেতারা সকল ধরণের ডেবিট বা ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, মোবাইল পেমেন্ট অথবা চেক অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসআই