
আসিফ আলম, ঢাকা: বাংলা চলচ্চিত্রের অন্যতম রোমান্টিক জুটির নাম বললে চলে আসে শাকিব-অপু নাম। গত এক দশকে অসংখ্য হিট-সুপারহিট ছবি বক্স অফিসে উপহার দিয়েছেন শাকিব-অপু জুটি। এই সময়ে সবচেয়ে ব্যস্ত জুটিও ছিলেন তারা। এ পর্যন্ত প্রায় ৭১টি ছবিতে জুটি বেঁধেছেন এই দুই তারকা। এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে ২০০৬ সালে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর এই পর থেকে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্র প্রেমীদের। আসছে রোজার ঈদে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ শাকিব-অপু জুটির ৭২তম চলচ্চিত্র। আর এই সিনেমা নিয়েও আশাবাদী সবাই।
প্রতি ঈদেই শাকিব-অপু জুটির ছবি সুপারহিট ব্যবসা করে। সবাই আশা করছেন, ‘সম্রাট’ শাকিব-অপুর এক দশকের ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখবে। যদিও চলতি বছরে শাকিব-অপু জুটির কোনো ছবিই মুক্তি পায়নি।
২০১১ সালে শাকিব-অপু জুটির জান কোরবান ছবিটি মুক্তি পায় ঈদে। ছবিটি পরিচালনা করেছিলেন এম বি মানিক। শাকিব-অপু ছাড়াও আরো অভিনয় করেছিলেন শিবা শানু, মিশা সওদাগরসহ অনেকে। আরিফ-ইস্পাহানি পরিচালিত ঢাকার কিং ছবিটি মুক্তি পায় ২০১২ সালে ঈদে। নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত অ্যাকশন/ রোমান্টিক ধর্মী চলচ্চিত্র মাই নেম ইজ খান মুক্তি পায় ৯ আগস্ট ২০১৩। শাকিব-অপু ছাড়াও আরো অভিনয় করেছিলেন সিনেমাটিতে মিশা ও আফজাল শরিফ। ২০১৪ সালে ঈদে মুক্তি পায় ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমাটি। আর এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রযোজনায় নাম লেখান ঢালিউড কিং শাকিব খান। যদিও ছবিটি তামিল ছবির নকল ছিল তাও বেশ ভালো ব্যবসা করে ছিল ‘হিরো দ্য সুপারস্টার’। তারকা বহুল এই ছবিতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস, ববি এবং মিশা সওদাগর, নতুন, কাবিলা, আফজাল শরীফ, অমিত হাসান, ইলিয়াছ কোবরাসহ আরো অনেকে। ২০১৫ সালে রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাহিন সুমন পরিচালিত চলচ্চিত্র লাভ ম্যারেজ। এ বছরের অন্যতম ব্যবসা সফল এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, সাদেক বাচ্চু ও কাবিলা।
চলতি বছরে রোজার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের তিন চলচ্চিত্র শিকারি, সম্রাট ও মেন্টাল। তিনটি ছবিই বিগ বাজেটের। আর এই তিন সিনেমাই যেন চলতি বছরের আলোচিত ছবি। তবে এখন দেখার বিষয় আলোচিত এই তিন ছবির কোনটি বেশি ব্যবসা সফল হয়।
তবে শাকিব-অপু ভক্তরা মনে করছেন আসন্ন ঈদে অনন্যাও বারের মতোই হল কাঁপাবে শাকিব-অপু জুটির ‘সম্রাট’।
প্রসঙ্গত এই জুটি গত দশ বছরে চাচ্চু, কোটি টাকার কাবিন, দাদীমা, পিতার আসন, তোমার জন্য মরতে পারি, সন্তান আমার অহংকার, মনে প্রাণে আছ তুমি, মনে বড় কষ্ট, কথা দাও সাথী হবে, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নাম্বার ওয়ান শাকিব খান, তোর কারণে বেঁচে আছি, মনের জ্বালা, প্রিয়া আমার জান, ঢাকার কিং, মাই নেম ইজ খান, হিরো- দ্য সুপারস্টার, লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই