
ডেস্ক: কর্মব্যস্ততা আর একমাস রোজা রাখার কারণে ত্বকের যত্ন নিতে তেমন সময় দেয়া হয়নি আপনার, তাই ত্বক হয়ে পড়েছে মলিন। এইতো দেখতে দেখতে ঈদ প্রায় চলে এলো। এসময় চেহারার মলিনভাব থাকলে দেখতে কেমন লাগবে!
তাই বিশেষ দিনকে সামনে রেখে ত্বকের যত্নের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক তাদের জন্য ময়শ্চারাইজিং ফেসমাস্ক ব্যবহার করা উচিত। চলুন জেনে নেয়া যাক এরকম একটি ফেসমাস্কের ব্যবহার।
ফেসমাস্ক তৈরিতে যা প্রয়োজন
অর্ধেক অথবা এক চা চামচ সমপরিমাণ ক্যাস্টর অয়েল, এক চা চামচ সমপরিমাণ মধু, এক টেবিল চামচ সমপরিমাণ প্লেইন ইয়োগার্ট, একটির চার ভাগের এক ভাগ সমপরিমাণ পাকা অ্যাভোকাডো।
যেভাবে তৈরি করবেন
একটি পরিষ্কার পাত্রে ক্যাস্টর অয়েল, মধু, প্লেইন ইয়োগার্ট, অ্যাভোকাডো একে একে নিয়ে নিন। তারপর কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। মুখ আর গলা ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি মুখে লাগান। ফেস মাস্কটি লাগানোর পর ১৫ মিনিট রাখুন। তারপর কুসুম গরম পানি নিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেস মাস্ক ডিপ ময়েশ্চারাইজিং ট্রিটমেন্টের কাজ করে। ত্বকের শুষ্কতা দূর করে। মলিন ত্বককে সতেজ করতে সক্ষম।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ