
জাকার্তা: ঈদ উল ফিতরের পর ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জন আসামির দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকারি একজন কর্মকর্তা।
অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র মোহাম্মদ রুম গত মঙ্গলবার জানান, মুসলমানদের পবিত্র রমজান মাসের ঈদের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে তিনি নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি এবং সেইসঙ্গে কাদের ফায়ারিং স্কোয়াডে দেয়া হবে তাদের নামও বলেননি।
এর আগে গত বছরের এপ্রিলে দেশটিতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে। মাদক পাচারের দায়ে আসামিদের এই দণ্ড দেয়া হয়। এদের বেশিরভাগই বিদেশি নাগরিক।
রুম জানান, ইন্দোনেশিয়ার অর্থনীতি মন্থর হয়ে পড়ায় সরকার অর্থনীতির উন্নতির উপর নজর দেয়ার কারণে মৃত্যুদণ্ড কার্যকরে দীর্ঘ বিরতি নেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ফরাসি, ফিলিপাইন এবং ব্রিটিশ নাগরিক রয়েছেন। গত বছর মাদক পাচারের দায়ে অস্ট্রেলিয়ার দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করায় দেশটির সরকার ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে সাময়িক প্রত্যাহার করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই