
ডেস্ক: গত বছর বাজারে এসেছিল ব্যান্ড অবসকিওরের ১০ম অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ-২’। ঈদে আসছে একসময়ের মেলোডি কিং খ্যাত অবসকিওরের নতুন আল্যাবাম ‘ক্র্যাক প্লুাটুন’। সম্প্রতি ইন্টারনেটে শ্রোতাদের জন্য দু’টি গানের কিছু অংশ শেয়ার করা হয়েছে, তাতে ব্যাপক সারা পেয়েছে গান দু’টি।
ব্যান্ডটির প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু জানান, ঈদেই এটা বাজারে আনার ইচ্ছে। তবে আশা করছি, রোজার শেষ সপ্তাহে এটি প্রকাশ হবে। এতে আটটি গান থাকছে। এর মধ্যে দু’টি গান দেশকে নিয়ে। বাকিগুলোতে চিরচেনা অবসকিওরকে পাওয়া যাবে।
‘ক্র্যাক প্লুাটুন’ নামটি নিয়ে তিনি বলেন, ‘এর আগে আমাদের ‘আজাদ’ গানটির মাধ্যমে গেরিলা ও শহীদ মুক্তিযোদ্ধা সম্মান জানিয়েছিলাম। আর ‘ক্র্যাক প্লুাটুন’র মাধ্যম সাতজনকে তুলে ধরার চেষ্টা করেছি।’ অ্যালবামের জন্য গান লিখেছেন অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, তানজিল রহমান, আবুল হাসনাৎ মিল্টন ও টিপু।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসজি