
ঢাকা: বর্তমান সময়ের ঢাকাই চলচ্চিত্রের ক্রেজি নায়িকাদের নাম উঠলেই চলে আসে পরী মনির নাম। আসছে ঈদে মুক্তি পাবার কথা ছিল বাংলাদেশ এবং কলকাতার যৌথ প্রযোজনার নির্মিত ‘রক্ত’ সিনেমাটি। তবে ‘রক্ত’ মুক্তি না পেলেও মুক্তি পাচ্ছে পরী মনির ‘আপন মানুষ’ ছবিটি।
শাহ আলম মন্ডল পরিচালিত এই ছবিটিতে পরীর বিপরীতে থাকছেন হালের জনপ্রিয় নায়ক বাপ্পী। ছবিটি নিয়ে নিউজনেক্সটবিডি ডটকম’কে পরী বলেন, ‘আমি আমার দর্শকদের নিরাশ করতে চাই না আর তাই ঈদে আসছি ‘আপন মানুষ’ নিয়ে।
তিনি বলেন, ‘আপন মানুষ ছবিটি পরিচালক যত্ন করে বানিয়েছেন। এর গল্পটা অনেক ভালো। অসাধারণ একটি প্রেমের গল্প। একেবারে হৃদয় ছুঁয়ে যাবার মত। প্রেমের পাশাপাশি এখানে অ্যাকশন, প্রেম, সবই আছে।’ ঈদের বাজারে এই ছবিটি বিনোদিত করবে দর্শকদের। আমার সকল ভক্ত-দর্শকদের বলব সবাই হলে এসে ‘আপন মানুষ’ দেখবেন বলেও জানান তিনি।
‘আপন মানুষ’ ছবিটিতে বাপ্পী ও পরীমনি ছাড়াও আরো অভিনয় করেছেন- নতুন মুখ শ্রাবণ সাহা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও ডলার বাপ্পী। এতে গান রয়েছে ৫টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, মনির খান, ন্যান্সি, কোনাল, ইমরান, রমাসহ আরো অনেকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/হাজি/এসজি