
ঢাকা: আসন্ন রমজানের ঈদ উপলক্ষে মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড ‘উই’র সাথে থাকছে সিম অপারেটর কোম্পানি এয়ারটেল’র ঈদ প্যাকেজ বান্ডেল। সম্প্রতি আমরা কোম্পানিজ’র কার্যালয়ে এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আমরা কোম্পানিজ’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপচালিত ২ হাজার ৭৯০ টাকা মূল্যের নতুন উই এ১-এর সঙ্গে ক্রেতারা বিনামূল্যে পাবেন ১ হাজার ৮৯৪ টাকার চমৎকার এয়ারটেল বান্ডেল। এছাড়াও বাজারে উই’র এল১’র সাথে ২ হাজার ৮৬০ টাকা, আর১’র সাথে ৩ হাজার ৮২৬ টাকা, বি১’র সাথে ৫ হাজার ৩৫৬ টাকা এবং ভি১’র ৬ হাজার ১২২ টাকা মূল্যের এয়ারটেল বান্ডেল অফার উপভোগ করতে পারবেন। এছাড়া উই এক্স১-এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে একটি ব্লুটুথ হেডফোন।
এয়ারটেল’র সিএফও ইন্দ্রদীপ মজুমদার ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশের হেড অব মার্কেটিং সত্যজিৎ ভি পি বালেকুন্দ্রি, উই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ, উই’র চীফ অপারেটিং অফিসার মোরশেদ আলম এবং উই’র হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস মুন্তাসির আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসআই