ঈদে বাসের অগ্রিম টিকিট আগামী সপ্তাহে

ঢাকা: ঈদ উপলক্ষে আগামী সপ্তাহের সোমবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের মালিক ও বাস ট্রাক ওনার্স অ্যসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ। মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী সপ্তাহের সোমবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ঈদের আগে যে ভাবে টিকিট দেওয়া হয়েছে এবারো তাই হবে। কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।’
এদিকে, রেলসূত্রে জানা যায় ট্রেনের টিকিট বিক্রি নিয়ে শিগগিরই বৈঠকে বসবেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার ঈদের ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানায় এই সূত্র।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ