
ঢাকাঃ আসন্ন ঈদুল ফিতরে একত্রে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত তিনটি ছবি- জাকির হোসেন সীমান্তের ‘শিকারি’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ও শামীম আহমেদ রনির নির্দেশনায় ‘মেন্টাল’।
এ সংবাদে শাকিব ভক্তরা আনন্দে নেচে উঠলেও, বাংলাদেশী চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে খুশী হতে পারছেন না বাংলার খান। প্রেক্ষাগৃহ সংকটে ভুগে ভুগে লগ্নি ফেরত না পাওয়ার সম্ভাবনায় ভীত তিনি। ফলাফলে ক্ষুদ্ধ প্রযোজক এবং দুস্থ থেকে দুস্থতর চলচ্চিত্র শিল্প।
‘সম্রাট’ ও ‘শিকারি’ এই ঈদে মুক্তির পাওয়ার কথা থাকলেও ‘মেন্টাল’ মুক্তি পাওয়ার কথা ছিল পহেলা বৈশাখ বা ভালোবাসা দিবসে। হুট করে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়ে যাওয়ায় ঈদের বাজার ছাড়তে নারাজ চলচ্চিত্র প্রযোজক পারভেজ চৌধুরী।
‘শিকারি’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার শ্রাবন্তী। ‘সম্রাট’ চলচ্চিত্রে চিরচেনা জুটি, শাকিব খান ও অপু বিশ্বাস। ‘মেন্টাল’ চলচ্চিত্রে এই নায়কের বিপরীতে দেখা যাবে তিশা ও পড়শীকে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস