ঈদে ৬দিন ভারী যানবাহন বন্ধ: সেতুমন্ত্রী

ঢাকা: জনস্বার্থ বিবেচনায় ও যানজট নিরসনে ঈদের তিনদিন আগে থেকে তিনদিন পর পর্যন্ত মহাসড়কে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল বস্তু, গামেন্ট সামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া, জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
এছাড়া ঈদ উপলক্ষে আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত ১০ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইউরো আশিয়ানো রেস্তোরাঁয় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে এ সিদ্ধান্ত জানান তিনি।
এছাড়া ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ কমানোর লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিনে ছুটি দেওয়ার জন্য অনুরোধ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই