
ঢাকা: এবার ঈদ পূর্ব ও পরবর্তী যানজট সামলাতে দেশের মহাসড়কগুলোয় কমপক্ষে ছয় দিন ‘অদরকারী’ মালবাহী যান চলতে দেয়া হবে না। খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার এ তথ্য জানিয়েছেন।
কাদের বলেছেন, ‘ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন রপ্তানিমুখী এবং জরুরি সার্ভিস ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল মহাসড়কগুলোতে বন্ধ থাকবে।’ মন্ত্রী আরো বলেন, ‘ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম কার্যকর থাকবে।’
মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ‘যানজটপ্রবণ স্থানসমূহের ব্যবস্থাপনা’ বিষয়ক এক সমন্বয় সভায় মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে জানানো হয়, ঈদের ১০দিন আগে থেকে মহাসড়কগুলোয় চলমান কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক (সওজ) বিভাগ।
জানা গেছে, যানজটপ্রবণ ১৬টি স্পটে বাংলাদেশ রোভার স্কাউটস্-এর এক হাজার সদস্য সড়ক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। ঈদের আগে প্রতিদিন তিন শিফটে পাঁচ দিন সড়ক স্বেচ্ছাসেবকরা পুলিশকে পরিবহণ ব্যবস্থাপনায় সহায়তা করবে। পাশাপাশি আবদুল্লাহপুর, টঙ্গী স্টেশন রোড, জয়দেবপুর চৌরাস্তা, ভোগড়া, মীরের বাজার এলাকায় কমিউনিটি পুলিশ যানজট নিরসনে কাজ করবে। মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অস্থায়ী টয়লেট নির্মাণ করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে