
ময়ুখ ইসলাম, ঢাকা: গেলো মাত্র ছয়টি রোজা। এরই মধ্যে ঈদকে কেন্দ্র করে রাজধানীর শপিংমলগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা সাধারণের ভীর। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ক্রেতাদের একটা বড় অংশ এখন কিনছেন উপহার সামগ্রী।
রাজধানীর বসুন্ধরা সিটি সপিং মলে কথা হলো মোসাদ্দেক হোসেনের সঙ্গে। তিনি নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, তার আত্মীয়দের একটা বড় অংশ থাকেন কোলকাতায়। তাদের জন্য ঈদের উপহার পাঠাতে এগেভাগেই কেনাকাটা করছেন তিনি। তিনি বলেন, ‘এখন মার্কেটে ঈদের পোশাক এসেছে তবে বেশ ফাঁকা। তাই আগেভাগেই কিনে পাঠিয়ে দেবো।’
কথা হলো ফ্যাশন হাউজ লুবনানের বসুন্ধরা ব্রাঞ্চ ম্যানেজার এ কে এম আবু সাঈদের সঙ্গে। তিনি নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘এখোনো ঈদের বাজার পুরপুরি জমেনি। শুরুর দিকে অনেকেই বিদেশে পাঠানোর জন্য কাপড় কিনছেন। পরে পাঠাতে নানা সমস্যার কারণে তারা এখনি কিনে পাঠিয়ে দেন।’ তিনি আরো জানান, এমন কিছু ক্রেতা আছে যারা প্রতিবারই তাদের শোরুমে এসে উপহার সামগ্রী কেনেন কেবল মাত্র বিদেশে পাঠানোর জন্য।
এদিকে ক্যাটস আই’র বসুন্ধরা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিমও জানালেন এপর্যন্ত তাদের শোরুমে এমন অনেক ক্রেতা এসেছেন যারা বিদেশে পাঠানোর জন্য শার্ট, প্যান্ট আর পাঞ্জাবি কিনেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই