
ময়ূখ ইসলাম, ঢাকা: সাম্প্রতিক হিন্দি সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র নাম শুনেছেন নিশ্চয়ই। বলিউডের হার্টথ্রব জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত সেই ভারতীয় চলচ্চিত্রে নায়িকা যে ধরণের পোশাক পড়েছিলেন, সে ধাঁচের পোশাকই এবারের ঢাকাই ঈদ বাজার মাতাবে বলে আশা করছেন বিক্রেতারা। তাদের চটপটে আওয়াজেই এমন পোশাকের বাজারি নাম হয়ে গেছে ‘বাজু মস্তানি’।
এর আগের বছরগুলোতে পাখি, কিরণমালা, ঝিলিক, বোঝে না সে বোঝে না- এমন হরেক রকম নামের নারী পোশাকে ঈদে বাজার ছেয়ে গিয়েছিলো মার্কেটগুলো। ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়াল ও সিনেমা দ্বারা প্রভাবিত এসব পোশাকের জন্য ঝগড়া, আত্মহত্যা থেকে শুরু করে কত কাণ্ডই না ঘটেছে তখন। বছর ঘুরে আবার এসেছে ঈদ। এসেছে হালের ট্রেন্ডি পোশাকের নতুন নাম।
রাজধানীর নিউমার্কেটের মসজিদ মার্কেটে কথা হয় লোকাল পোশাক বিক্রেতা ফারিয়া ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ সুমন হোসের সঙ্গে। এবারের ঈদ কালেকশন সম্পর্কে জানতে চাইলে তিনি নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘এবার চলবে বাজু মস্তানি! বাজিরাও মস্তানি সিনেমার নায়িকার পরিধিত পোশাকের অনুকরণেই তৈরী হয়েছে ঈদেরেএই পোশাক। দাম পড়বে তিন থেকে ছয় হাজার টাকা।’
সিটি ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল হোসেন নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, ঈদ উপলক্ষে বাজু মস্তানি, সানিয়া মির্জা, কোটি, ফ্লোর টাচ এসেছে। এর মধ্যে ‘বাজু’ আর ‘কোটি’ বাজারে নতুন এসেছে। আগের বারের তুলনায় এসব নামের পোশাকের ভিন্নতা কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাটিং, কাজ সবকিছুই আলাদা।’ তিনি আরো জানান, এই সব পোশাক মূলত ১০ থেকে ১৮ বছরের টিনেজ মেয়েদের জন্য হলেও বয়স্করাও কিনছেন।
বিক্রেতারা নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, ঈদ বাজার এখনো সেভাবে জমেনি। তবে কিছু ঠিকঠাক থাকলে ১০ রোজার পর থেকে বাজার পুরো দমে জমে উঠবে বলে আশা করছেন তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এমএইচ/এসকে