ঈদ সেবায় বিআরটিসি’র ৮৫০ বাস

ঢাকা: আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ সেবা দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)’র সাড়ে আটশ বাস। খবর সরকারি তথ্য বিবরণীর।
জানা গেছে, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে সাড়ে চারশটি বাস এবং ঢাকার বাইরের জেলাগুলো থেকে বিভিন্ন গন্তব্যে আরো চারশটি বাস ঈদের আগে-পরে বিশেষ সেবায় নিয়োজিত থাকবে। আগামী পহেলা জুলাই থেকে নয় দিন এই সেবা দেয়া হবে। এছাড়া ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে বিআরটিসি’র ৫০টি বাস স্ট্যান্ডবাই থাকবে।
বিআরটিসি’র ২৬ জুন থেকে বিআরটিসি’র অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাডিয়ার সিবিএস-২)’তে টিকিট বিক্রি হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য বিআরটিসি’র ওয়েবসাইট www.brtc.gov.bd ’তে পাওয়া যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে