
চট্টগ্রাম: নৌবাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি ‘ঈশা খাঁ’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। চট্টগ্রামে নৌবাহিনীর এ ঘাঁটি কর্মকর্তা ও নাবিকদের প্রশিক্ষণ ও অন্যান্য অপারেশনাল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন।
সমুদ্র সম্পদ আহরণ ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে। আমাদের বিশাল সমুদ্রাঞ্চলে রয়েছে মৎস্য, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদসহ অনাবিষ্কৃত মূল্যবান সম্পদ। এসব সম্পদ রক্ষা, আহরণ ও সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্তিশালী, আধুনিক ও নির্ভরযোগ্য নৌবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষাসহ গুরুত্বপূর্ণ কাজে নৌবাহিনীর সদস্যদের অংশ নিতে আমি আহ্বান জানাচ্ছি।”
রাষ্ট্রপতি আরো বলেন, “অতীতে গঠনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে নৌবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ বাহিনীর তৎপরতা সকলের প্রশংসা অর্জন করে। আমি আশা করব, ভবিষ্যতেও পরিবেশ রক্ষাসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নৌবাহিনী বলিষ্ঠ ভূমিকা রাখবে। দেশের সার্বিক উন্নয়নে এভাবে তারা অবদান রাখবে।”
নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে এসময় আবদুল হামিদ বলেন, “আমরা প্রত্যাশা, পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও কর্মদক্ষতার মাধ্যমে আপনারা নৌবাহিনীকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন এবং নৌবাহিনীর অর্জিত মর্যাদা সর্বদা সমুন্নত রাখবেন।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের