
ডেস্কঃ ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন আধুনিক বিজ্ঞান জগতের প্রখ্যাত তাত্ত্বিকদের মধ্যে অন্যতম মিশিও কাকু। ‘স্ট্রিং থিওরী’ সংক্রান্ত গবেষণায় বিশেষ অবদান রাখা এই বিজ্ঞানী সম্প্রতি জানান, তিনি এমন একটি শক্তির খোঁজ পেয়েছেন, যা সবকিছু নিয়ন্ত্রণ করে।’
নিজের তত্ত্বটিকে ব্যাখ্যা করতে তিনি এক ধরণের তাত্ত্বিক কণিকার উদাহরণ দিয়েছেন। তার ভাষায় এই কণিকার নাম ‘প্রিমিটিভ সেমি- রেডিয়াস টাকিয়ন্স’ যা পদার্থকে ‘মুক্ত’ করতে পারে।
পদার্থ কণিকার মধ্যবর্তী আন্তঃআনবিক আকর্ষনের প্রভাব দূর করে মুক্ত কণিকাকে মহাকর্ষের আওতা বহির্ভুত করার ক্ষমতা রয়েছে টাকিয়ন কণিকার। বৈজ্ঞাণিক পরীক্ষা নিরীক্ষা শেষে কাকু এই সিদ্ধান্তে উপনীত হন যে, আমরা একটি ‘ম্যাট্রিক্স’ জগতে বাস করছি।
‘আমার কাছে এটা পরিস্কার যে আমরা মহাজাগতিক কোন বুদ্ধিমত্তার পরিকল্পনার অংশ, আমাদের বিবর্তন মোটেও কাকতালীয় নয় এবং প্রক্রিয়াটি সুনিয়ন্ত্রিত’ বলেন কাকু। কাকুর সাম্প্রতিক এই তত্ত্বটি ঘিরে বিজ্ঞানী মহলে বয়ে যাচ্ছে আলোচনার টর্নেডো।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস