উকুন সমস্যা?

ডেস্কঃ মাথায় কিলবিল করছে অসংখ্য রক্তখেকো উকুন? সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের চেয়ে কম ভীতিকর কিছু নয়! সহজেই সংক্রমিত হয় এগুলো, বংশবৃদ্ধি করে স্বল্পতম সময়ে। চুলের অভয়ারণ্যে একবার বাসা বাঁধলে মুক্তি মেলা ভার। বাজারে সহজলভ্য উকুননাশক শ্যাম্পু ব্যবহারে উপকার পাওয়া গেলেও, এতে বিদ্যমান ক্ষতিকর কেমিক্যাল মাথার ত্বকে ক্ষারের মাত্রা বাড়িয়ে দেয়, চুলের বংশ নির্বংশ করে ছাড়ে। তাহলে আসুন জেনে নেয়া যাক, কি করে ঘরোয়া উপাদানে সহজেই উকুনের যন্ত্রণা থেকে নিস্তার লাভ করা যায়।
যা যা লাগবে
- মাউথওয়াশ
- চিরুনি
- সাদা ভিনেগার
- তোয়ালে
- শাওয়ার ক্যাপ অথবা প্লাস্টিকের থলে
- সাধারণ শ্যাম্পু
প্রথমে মাউথওয়াশ দিয়ে চুল ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এরপর শাওয়ার ক্যাপ অথবা প্লাস্টিকের থলে দিয়ে মাথা ঢেকে রাখতে হবে ঘন্টাখানেক। এবার সাদা ভিনেগারে চুল ধুয়ে নিয়ে আবার এক ঘন্টা সময়ের জন্য ঢেকে রাখতে হবে প্লাস্টিকে। নির্দিষ্ট সময় পর সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ভালমত ধুয়ে চিরুনি দিয়ে আচরে নিতে হবে।
যে সকল কারণে উকুন নাশক শ্যাম্পু ব্যবহারের চেয়ে এ পদ্ধতিটি বেশী গ্রহণযোগ্য
- সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
- তুলনামূলকভাবে সস্তা।
- চুল থাকে ঝলমলে ও সুগন্ধযুক্ত।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস