উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কিশোরকে গুলি করে হত্যা

জাফর আলম, কক্সবাজার ;
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৫ জুন) সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বশির আহমদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।