
ব্যালমেডি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাবের ক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করেছেন। এখন তিনি বলছেন কেবল তীব্র সন্ত্রাসী দেশ থেকে আগত মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
শনিবার ট্রাম্পের মুখপাত্র হোপ হিকস এক ই-মেইল বার্তায় জানান, তার বস ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করে এখন এই অবস্থান গ্রহণ করেছেন। আগে সব মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছিলেন তিনি।
ডিসেম্বর মাসে সব মুসলিমের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে ওই বক্তব্য দেন ট্রাম্প। তখন বিষয়টি নিয়ে সারা বিশ্বে হৈ চৈ পড়ে যায়। তারপর দুই সপ্তাহ আগে তিনি বলেছিলেন, কেবল নির্দিষ্ট এলাকা থেকে আসা নির্দিষ্ট মানুষদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে তিনি।
আফগান বংশোদ্ভূত ওমর মতিন সমকামী নাইটক্লাবে হামলা করে ৪৯ জনকে হত্যা করার পর ওই কথা বলেছিলেন ট্রাম্প। সর্বশেষ কড়া সন্ত্রাসী দেশগুলোর মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা বললেন তিনি।
বর্তমানে স্কটল্যান্ড সফর করছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে গলফ খেলার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন স্কটল্যান্ডের কোন মুসলিম যুক্তরাষ্ট্রে গেলে তিনি বিষয়টি স্বাভাবিকভাবে নেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন এটা তাকে কোন ধরনের বিরক্তিতে ফেলবে না।
তারপরই ট্রাম্পের মুখপাত্র জানালেন কেবল উগ্রসন্ত্রাসী দেশগুলোর মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পক্ষে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। এতোদিন সব মুসলিমের নিষেধাজ্ঞার পক্ষে ছিল তার অবস্থান। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই