
ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘বর্তমান অর্থবছরের সংশোধিত লক্ষমাত্রার তুলনায় এ হার হবে ৩৪ শতাংশ বেশি। এটি আসলেই উচ্চাভিলাষী লক্ষমাত্রা।’
আয়কর, ভ্যাট, সম্পূরক শুল্ক ও আমদানি শুল্ক এই চারটি খাত থেকেই আদায় করা হবে এ অর্থ। মুহিত বলেন, ‘লক্ষ্যমাত্রা কিছুটা উচ্চাভিলাষী হলেও তা অর্জন করার মতো জনবল ও সক্ষমতা জাতীয় রাজস্ব বোর্ডের রয়েছে।’
বিগত কয়েক বছরে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে জনবল বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আশা করা যায় যে, জাতীয় রাজস্ব বোর্ড আগামী অর্থবছরে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি