
নিউ ইয়র্ক: ফের উঠে দাঁড়িয়েছেন ক্যান্সারের চিকিৎসায় নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা সাদেক হোসেন খোকা। বুধবার সকালে তার ফেসবুক পেজ থেকে দেয়া এক স্থিরচিত্র সূত্রে এ তথ্য জানা গেছে। শরীরে অস্ত্রপচারের কারণে ১৩ জুন থেকে শয্যাসায়ী ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের এই সাবেক মেয়র।
সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা সাদেক হোসেন খোকার বাম ঊরুতে কিছু দিন আগে টিউমার ধরা পড়ে। ডাক্তার এই টিউমার অপারেশন করার পরামর্শ দিলে ৯ জুন তিনি ম্যানহাটনের স্লোন ক্যাটারিং হাসপাতালে ভর্তি হন। পরদিন ১০ জুন তার অপারেশন হবার কথা থাকলেও শারীরিক অবস্থা খারাপ থাকায় তা করা সম্ভব হয়নি। পরে ১৩ জুন সোমবার সকাল সাড়ে সাতটায় খোকার শরীরে অস্ত্রপচার করে তার টিউমার অপসারণ করা হয়। তখন থেকেই তিনি শয্যাসায়ী ছিলেন।
বুধবার সকালে খোকার ফেসবুক পেইজে প্রকাশ করা ছবিতে দেখা যায়, তিনি ডাক্তারদের সহায়তায় হাঁটার চেষ্টা করছেন। ছবিটির বর্ণনায় লেখা হয়েছে, ‘সাদেক হোসেন খোকা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। উনি দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’
ক্যান্সারের চিকিৎসার জন্য প্রায় দুই বছর ধরে নিউইয়র্কে অবস্থানকারী খোকার বিরুদ্ধে গত বছর দেশে রাষ্ট্রদ্রোহীতার মামলা হয়েছে। দেশে সহিংসতা ঘটানোর পরিকল্পনা সম্পর্কিত এক টেলিফোন আলাপ প্রকাশ হওয়ার জের ধরে এই মামলা হয়। একই মামলার আরেক আসামী আওয়ামী লীগের সাবেক নেতা, নাগরিক ঐক্য নামের একটি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান মান্না এখন কারাগারে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এমএস/এসআই