‘উড়তা পাঞ্জাব’ হলে দেখার আহবান আমিরের

মুম্বাই: মুক্তির আগেই এবছর বলিউডের সব চাইতে আলোচিত সিনামটি অনলাইনে পাওয়া যাচ্ছে, যার ফল ইন্ডিয়ান টাইমস গতকাল লিখেছে প্রথম শোতে পাঞ্জাবের একটি হলে মাত্র ৪৫ জন সিনেমাটি দেখেছেন।
‘উড়তা পাঞ্জাব’ অনলাইনে ফাঁস হওয়া নিয়ে মুখ খুলেছেন মি. পারফেকশনিস্ট আমির খান। টুইটারে তিনি লিখেছেন ‘আমি নিশ্চিত নই যে এটি সিবিএফসি’র কপি কি না।
কিন্তু যদি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়া ভিডিওটি সিবিএফসি’রই সেন্সর করা কপি হয়, তবে এটা ভীষণ লজ্জার। সিনেমার পাইরেসি নিয়ে আমরা অনেক দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি।’
এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকই, এবং আমির সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অহবান জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়ান টাইমস।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই