
ঢাকা: উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশে দিয়াবাড়ি খাল থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো একটি কালো পাজেরো গাড়িতে আনা হয়েছিল। গাড়িটি ছিল নম্বরপ্লেট বিহীন।
শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিকালে দিয়াবাড়ি খালের পাশের সড়কে তিন জন লোক একটি নম্বরবিহীন কালো পাজেরো গাড়ি নিয়ে আসে। তারা ওই খালে একটি ব্যাগ ফেলেছিলো। ঘটনাটি তুরাগ থানার এক কনস্টেবল দেখে ফেলেন। তিনি গাড়ি নিয়ে এগোলে তারা পালিয়ে যায়।
ডিসি মাসুদ বলেন, ওই পুলিশ কনস্টেবল বিষয়টি তুরাগ থানার ওসিকে জানায়। এরপর ওসি সেই ব্যাগ উদ্ধার করে। পরে আরো অস্ত্র আছে কিনা সে ব্যাপরে সন্ধান করতে তিনি ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস এসে পরে তল্লাশি অভিযান চালায়।
এর আগে দিয়াবাড়ি খালে অভিযান চালিয়ে এক হাজার ৬০টি গুলি, ৯৭টি পিস্তল, ২৬৩টি ম্যাগজিন ও ১০টি বেয়নেট উদ্ধার করে ফায়ার সার্ভিস।
উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা জানান, বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এতো বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করা হয়েছিল। এ অভিযান রাত ব্যাপী অব্যাহত থাকবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই