
ঢাকা: রাজধানীর উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উত্তরা মডেল টাউনের ৩ নম্বর সেক্টরের ২ নং রোডের ওই মার্কেটে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, খবর পেয়ে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটলো তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।
জিতু আহম্মেদ নামে মার্কেটের এক ব্যবসায়ী নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, বেঁচাকেনা করার সময় হঠাৎ করেই মার্কেটের ক্যাপসুল লিফটের বৈদ্যুতিক সংযোগ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর আতঙ্কে আমরা সবাই মার্কেট থেকে বের হয়ে যাই। বাইরে এসে দেখি মার্কেটে আগুন জ্বলছে, ধোয়া বের হচ্ছে।
খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে বলেও জানান এ ব্যবসায়ী।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস