
পিয়ংইয়ং: বিশ্বের মিডিয়া জগত থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় দেখা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। তবে কিছুক্ষণের মধ্যে তা আবার উধাও হয়ে যায়।
উত্তর কোরিয়ায় ফেসবুকটি প্রকাশ করে দি স্টারকন সোশ্যাল নেটওয়ার্ক। কোম্পানিটি দি স্টারকন ডটনেট ডটকেপি ঠিকানায় অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটগুলোর মতো কনটেন্ট উত্তর কোরিয়ায় দেখিয়ে থাকে।
কে বা কারা স্টারকন তৈরি করেছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে দেশে ভবিষ্যতে সামাজিক মিডিয়ার সেবা দেয়ার প্রকল্প হিসেবে উত্তর কোরিয়ার সরকারি টেলিফোন অপারেটর এটি করেছে।
ফেসবুক দেখা যাওয়ার কিছুক্ষণ পর থেকেই সাইটটিতে আর অ্যাকসেস করা যাচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, গোপনীয়তা রক্ষা করা দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট দেখাটা বিরল।
ধারণা করা হচ্ছে নিজেদের নাগরিকেদের জন্য নিজস্ব সামাজিক যোগাযোগের কিছু তৈরি করতে যাচ্ছে পিয়ংইয়ং। এটি দেশটির সরকারি স্টার টেলিকম করে থাকতে পারে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই