
আসিফ আলম, ঢাকা: চলতি বছরে শাকিব খানের মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র গুলোর মাঝে নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালিত ‘মেণ্টাল’ ছবিটি অন্যতম। এই মাসেই সেন্সর থেকে ছাড় পত্র পেয়েছে সিনামটি। তবে সেন্সরের ছাড়পত্র দেয়া হয় ছবিটির নাম পরিবর্তনের শর্তে।
ছবিটির নাম ‘মেন্টাল’ পরিবর্তন করে রাখা হয় ‘রানা পাগলা’। আর এতেই অনেকটা চটে ছিলেন শাকিব খান। আর তাই তথ্য মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ঘটনার ৮ দিন পার হলেও এখন পর্যন্ত চিঠির উত্তর পাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক।
এ বিষয়ে নিউজনেক্সটবিডি ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে শাকিব বলেন, ‘সেন্সর ছবিটি রিলিজের আগে নাম পরিবর্তনের যে শর্ত দিয়েছে, এই ব্যাপারে আপত্তি জানিয়ে বোর্ডকে চিঠি দিয়েছি; তারপর তথ্য মন্ত্রনালয়েও চিঠি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত চিঠির কোন উত্তর পাইনি।’
তিনি আরো বলেন, ‘আমি বুঝতে পারছি না তারা কেন এমন করছে? সরকারী নিয়ম অনুযায়ী ছবির ইংরেজি নাম রাখা যাবে না এমন নিয়ম করা হয়েছে ২০১৫ সালে। কিন্তু ছবির নাম নিবন্ধন করা হয়েছে ২০১৪ তে। সে অনুযায়ী প্রযোজক কেন হুট করে নাম পরিবর্তন করে সেন্সর জমা দিল সেটা আমার চিন্তায় আসে না।’
শাকিব খানের পিতৃপ্রদত্ত নাম মাসুদ রানা। আর বর্তমানে ‘মেন্টাল’ পরিবর্তন করে এই ছবিটিতেও ‘রানা’ নামটি ব্যবহার করা হয়েছে। তবে ছবির চরিত্রের নাম নিয়ে আপত্তি না থাকলেও শাকিব বলেন, ‘এ ধরনের নাম আমার ব্যক্তি ইমেজের জন্য ক্ষতিকর। মানুষ আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করতে পারে। তাই আমি আপত্তি জানিয়েছি।’
দীর্ঘ দুই বছর যাবৎ সব ধরনের প্রচার-প্রচারণায় ‘মেন্টাল’ শব্দটিই ব্যবহার করা হয়েছে। নতুন নাম দেয়াতে এখন দর্শকরা বিভ্রান্ত হবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আর তাতেই বেশ ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও কলা-কুশলীরা।
‘মেন্টাল’ ছবিটির সাথে যুক্ত একজন নাম না প্রকাশের শর্তে বলেছেন, ‘দেশপ্রেমের অজুহাতে ছবির নামের ক্ষেত্রে ইংরেজিকে নিষিদ্ধ করলেও প্রায় প্রত্যেক ছবিতে বহু হিন্দি শব্দ ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে গানে হিন্দি শব্দ ব্যবহার করা এখন নিত্যনৈমত্তিক ব্যাপার। অথচ সেসব কিছুতে কোনো কিছুই যায় আসে না সেন্সর বোর্ডের। যত আপত্তি ইংরেজি নামের ক্ষেত্রে। অথচ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা।’
জানা গেছে, চলতি বছর ‘ডিটেকটিভ’, ‘আন্ডারকনস্ট্রাকশন’, ‘হিরো ৪২০’, ‘সুইটহার্ট’, ‘বাজে ছেলে দ্য লোফার’, ‘ব্ল্যাক’ নামের ছবিগুলোর ইংরেজি নামেই ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। ইংরেজি নামের ক্ষেত্রে সরকারি নির্দেশনা থাকার পরও সেন্সর বোর্ড এই ছবিগুলোকে ছাড় দিয়েছে।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল, পড়শী।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/টিএস