
ডেস্ক: বলিউড পাড়ায় এখন সবরকমের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে অনুরাগ কাশ্যপ প্রযোজিত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি। তর্ক-প্রতিতর্কে সিনেমাটি বেশ উত্তেজনাও ছড়াচ্ছে ভারত জুড়ে। মুভিটির পরিচালক ও প্রযোজকের সঙ্গে ভারতের ফিল্ম সেন্সর বোর্ডের ঝামেলায় এবার যোগ দিলেন দেশটির কেন্দ্রীয় রাজনীতিবিদরাও।
চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক আগে থেকেই দাবি করে আসছিল, ভারতীয় সেন্সর বোর্ড কেন্দ্রীয় নেতাদের খুশি রাখতেই চলচ্চিত্রটি মুক্তি পেতে দিচ্ছে না। এবার তাদের সঙ্গে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের পক্ষপাত মূলক আচরণের দিকে আঙ্গুল তুললেন আরো বেশ কিছু বলিউড তারকা। এদিকে ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নেহলানি সম্প্রতি গণমাধ্যমকে জানান, ‘ছবিটির প্রযোজক অনুরাগ কাশ্যপ আম আদমি পার্টির থেকে টাকা নিয়ে ছবিটির মাধ্যমে পাঞ্জাবকে বাজে ভাবে দেখাতে চাইছেন।’
তার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় আরো তীব্র হয়েছে। কিন্তু কিছুতেই নিজেদের অবস্থান থেকে সড়তে রাজি নয় ফিল্ম সেন্সর বোর্ডের এই প্রধান। উল্টো উড়তা পাঞ্জাবের পরিচালক অভিষেক চুবে ও প্রযোজকদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন নেহলানি। সূত্র: জি নিউজ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস