
ঢাকা: দেশের খ্যাতিমান ঔপন্যাসিক, সাংবাদিক ও চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হান এর ৮১তম জন্মবার্ষিকীর দিনে শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’।
‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ এ স্লোগানে উদীচীর ঢাকা মহানগর সংসদ শুক্রবার রাজধানীর শাহবাগের সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
এ উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী সভাপতি কামাল লোহানী, সহ-সভাপতি শংকর সাওজাল, জহির রায়হানের ছেলে অনল রায়হান ও চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন শাকের।
উদ্বোধনী পর্বের পর শুরু হয় চলচ্চিত্র প্রদর্শন পর্ব। শুরুতেই প্রদর্শিত হয় জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। এরপর তারেক মাসুদ নির্মিত ‘রানওয়ে’ প্রদর্শিত হয়।
সেন্টু রায় নির্মিত জহির রায়হানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জহির রায়হান’ প্রদর্শনের পর ছিল ভারতীয় নির্মাতা সৌমিত্র দস্তিদার নির্মিত প্রামাণ্যচিত্র ‘এ লেটার টু মাই ডটার’র প্রদর্শনী। সবশেষে প্রদর্শিত হয় কামার আহমাদ সাইমন নির্মিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শুনতে কি পাও’।
এছাড়াও বাংলাদেশের ইতিহাসের ন্যক্কারজনক বোমা হামলাগুলোর ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’ প্রদর্শিত হয়। এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ।
প্রতিবেদন ও সম্পাদনা: শিপন আলী