
ঢাকা: আষাঢ়ের প্রথম দিনে গানে গানে বর্ষাকে স্বাগত জানিয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব।
নানা আয়োজনের মধ্যে দিয়ে বুধবার সকাল সাড়ে ৭টায় উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজিত ‘বর্ষা উৎসব-১৪২৩’ পালিত হলো।
‘আল্লাহ মেঘ দে, পানি দে’ যন্ত্রসঙ্গীত শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আষাঢ়ের প্রথম দিনে বর্ষা উৎসব।
উদীচী ঢাকা মহানগরীর সভাপতি কাজী মোহাম্মদ শীষের সভাপতিত্বে বর্ষা কথনে অংশ নেন কামাল লোহানী, গোলাম মোহাম্মদ ইদু, শংকর সাওজাল ও প্রবীর সরদার।
উদীচী ঢাকা মহানগর সংসদসহ উদীচী মিরপুর শাখা, বাড্ডা, কাফরুল, তুরাগ ও নবাবগঞ্জ শাখা দলীয় সঙ্গীত এবং নাচ পরিবেশন করে। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ, মহাদেব ঘোষ, বেলায়েত হোসেন, জিনাত ফেরদৌস। একক আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও শিখা সেনগুপ্তা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ