উদীচীর সভাপতি সফিউদ্দিন সম্পাদক তপন

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে সভাপতি এবং জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন শনিবার উদীচীর এই কমিটি গঠন করা হয়।
সম্মেলনের তৃতীয় ও শেষ দিন ৯১ সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচন করা হয়। উদীচীর নতুন কেন্দ্রীয় সংসদে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ।
আর সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনজন। তারা হলেন- অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং ইকবালুল হক খান।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ