Saturday, October 15th, 2016
উদীচী ঢাকা মহানগরের একাদশতম সম্মেলন
October 15th, 2016 at 1:24 pm
উদীচী ঢাকা মহানগরের একাদশতম সম্মেলন

ঢাকা: “আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, প্রাণ প্রকৃতি রক্ষায় বিশ্বমানব লড়বে”- এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের একাদশতম সম্মেলন।

উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ অক্টোবর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মেলনের উদ্বোধন করবেন উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু।

এছাড়া, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর হত্যাকাণ্ডের শিকার বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বাবা প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষাবিদ কাজী মদিনা, উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহযোগী আমেনা আক্তার, উদীচী’র উপদেষ্টা আকতার হুসেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমন্ডলীর সদস্য ডা. লেনিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার এবং সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হবে। পরে শিল্পকলা একাডেমীর সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মধ্যাহ্ন বিরতি শেষে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন শুরু হবে।

সন্ধ্যায় থাকবে উদীচী ঢাকা মহানগর সংসদ এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংগঠনের শিল্পী-কর্মীদের বৈচিত্র্যময় পরিবেশনা।

সম্মেলনের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে সাংগঠনিক অধিবেশন শুরু হবে। নতুন কমিটি নির্বাচন এবং নতুন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সাংগঠনিক অধিবেশন শেষ হবে।

দ্বিতীয় দিন ২২ অক্টোবর বিকেল ৫টা থেকে বাংলার চিরায়ত লোক ঐতিহ্যের নানা উপকরণকে ভিত্তি করে নির্মিত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সম্পাদনা: শিপন আলী


সর্বশেষ

আরও খবর

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


মুক্তিযুদ্ধে যোগদান

মুক্তিযুদ্ধে যোগদান


স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন

স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন