
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পে ১৫১টি উন্নয়নমূলক কাজ করা হবে। এসব উন্নয়নমূলক কাজের নামে সুন্দরবনকে ধ্বংস করার পরিকল্পনা করছে সরকার। উন্নয়নের নামে সুন্দরবনকে ধ্বংস করার নীল নকশা তৈরি করেছে তারা।
শুক্রবার দুপুরের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে রাবি শাখা ছাত্র ফেডারেশনের দুই দিনব্যাপী সপ্তম সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে এখানকার ৩০টি অঞ্চলের কৃষি উৎপাদনের জমি, মৎস চাষের অনেক স্থান ধ্বংস করা হয়েছে। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নের বিপরীতে ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। তাই অবিলম্বে এসব জনবিরোধী প্রকল্প বাতিল করতে হবে।’
এসময় কেন্দ্রীয় শাখা ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক বলেন, ‘স্বৈরাচারী এরশাদের সময়ে রাকসু সচল ছিল। কিন্তু বর্তমান সরকার থেকেও রাকসুকে অচল করে রেখেছে। কারণ, রাকসু সচল থাকলে ভোট চাইতে পারবে না সেজন্য অচল করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি পূরণ করতে হবে।’
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাবি শাখা ফেডারেশনের সভাপতি কিংশু কিঞ্জল, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এ. এম. শাকিল, রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিনহাজুল আবেদিন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য লিটন নন্দী, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমূখ।
প্রতিবেদক: আলী ইউনুস, সম্পাদনা: ইয়াসিন