
ঢাকা: হাতের স্মার্টফোনকে ওয়ালেটে রুপ দিয়েছে আইটি সল্যুশন প্রতিষ্ঠান ডাটাসফট ও ফাইনটেক। তৈরী করেছে ‘পে ৩৬৫’ নামের এমন একটি অ্যাপ যা একটি ব্যাংক একাউন্টের সমন্বয়ে সুপার শপ এবং কফি শপের বিল পরিশোধ যাবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই পে ৩৬৫ অ্যাপটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রযুক্তি জীবনযাত্রার মানকে দিন দিন উন্নত করছে। প্রযুক্তিতে যত উন্নত হওয়া যাবে বিশ্ব দরবারে দেশের মর্যাদা ততোটাই সমুন্নত রাখা যাবে। তিনি আরো বলেন, নিরাপত্তা বজায় রেখে দ্রুততার সঙ্গে অ্যাপটির মাধ্যমে লেনদেন গ্রাহকের ঝক্কি অনেকটাই লাঘব করবে।
অ্যাপটির ব্যবহার নিয়ে ডাটা সফট এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, যে কোনো স্মাটফোনে অ্যাপটি ইনস্টল করার পর একটি কাড নাম্বার দিয়ে একবার সাইন আপ করলেই পরবর্তীতে তা স্বয়ক্রিয়ভাবে চালু হবে। তবে এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ও ব্যবহার করা হয়েছে। যার ফলে ফোন হারিয়ে গেলেও পিন নাম্বার ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি লেনদেন করতে পারবে না।
ফাইনটেক লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহায়মেন মোস্তফা জানান নিরাপত্তা বজায় রাখতে পে ৩৬৫ অ্যাপটিতে ভিসা, মাস্টার কাড এবং বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার নিয়ম নীতি অনুসরন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয় বর্তমানে ডাচ বাংলা ব্যাংক ও মোবাইল ব্যাংকিয়ের গ্রাহকেরা কেনাকাটা করতে পারবেন। ক্রমান্বয়ে সব ব্যাংকের গ্রাহকেরা এই অ্যাপটির সুবিধা ভোগ করতে পারবনে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিস প্রেসিডেন্ট মোস্তফা জব্বার, ফাইনটেকের প্রতিষ্ঠাতা মোহায়মেন মোস্তফা ও ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই