
চট্টগ্রাম: দেশের চারটি সমুদ্র বন্দরসহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বুধবার সকাল সাড়ে ৯টার বুলেটিনে জানানো হয়েছে চট্টগ্রাম কক্সবাজার, মংলা ও পয়রা বন্দরসহ সমগ্র উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর স্থানীয় সর্তকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরো জানান, ‘বৃহস্পতিবার ও শুক্রবার দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে যা ৫০-৬০ কিলোমিটারের বেশি বেগবান হতে পারে, সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলীয় এলাকার কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’
পূর্বাভাস কর্মকর্তা আবদুল হান্নার আরো জানান, ‘চট্টগ্রাম,নোয়াখালী,কক্সবাজার, লক্ষীপুর সহ উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট উচু জলোচ্ছ্বাস হতে পারে।
প্রতিবেদক: সালেহ নোমান, সম্পাদনা: শিপন আলী