
নিউজনেক্সটবিডি ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস মঙ্গলবার ২০২০ সালে বিশ্বের ক্ষমতাধর একশ নারীর যে তালিকা করেছে, তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩৯তম স্থানে রাখা হয়েছে। ২০১৯ সালে এই তালিকায় প্রধানমন্ত্রীর অবস্থান ছিল ২৯তম, ২০১৮ সালে ২৬ তম এবং ২০১৭ সালে ৩০তম।
এবার ক্ষমতাধর নারীদের তালিকায় দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদদের মধ্যে আর শুধু ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আছেন, ৪১তম স্থানে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসের আছেন তৃতীয় স্থানে এবং ম্যাককুরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শ্রীলঙ্কান বংশোদ্ভুত শেমারা উইক্রামণায়কে ২৯তম স্থানে থাকলেও তারা কেউই উপমহাদেশের বাসিন্দা নন।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসন জিতে নিয়ে টানা তৃতীয়বারের মত সরকারের দায়িত্ব নেয় তার দল আওয়ামী লীগ। এনিয়ে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।
ফোর্বস বলেছে, এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে।
এদিকে ঢাকায় অনুষ্ঠানে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সমাজে নারীদের অবস্থানকে আরো শক্তিশালী করতে, নারী নেতৃত্ব তৈরি করতে এবং নারী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। যাতে তারা সমানভাবে এগিয়ে যেতে পারে।
“এই সমাজের অর্ধেক জনসংখ্যা নারী এবং নারীরা যদি সমানভাবে নিজেদের প্রস্তুত না করতে পারেন, তবে এই সমাজ কীভাবে তৈরি হবে?” এমন প্রশ্ন তুলে তিনি বলেন, “সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায়, তবে সমাজের অর্ধেক যদি পিছিয়ে থাকে তবে সমাজ কীভাবে নিজের পায়ে দাঁড়াবে।”
ফোর্বসের এই বার্ষিক তালিকায় এবার ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও।
বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়। এর আগে ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন পরীমনি।