
ঢাকা: ইতোমধ্যেই নুসরাত ফারিয়াকে উপস্থাপিকা হিসেবে পাওয়া গেলেও বিদ্যা সিনহা মিম ও মাহিয়া মাহিকে এবারই প্রথম এই ভূমিকায় দেখা যাবে।রোজার ঈদে এই তিনজন উপস্থাপনা করবেন একুশে টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।
দীপু হাজরার প্রযোজনায় ঈদের চতুর্থ থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।
চ্যানেলটির জন্য নির্মিত তিন পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’ এর ভিন্ন ভিন্ন পর্বে এই তিনজন তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা। নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শুটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন অনুষ্ঠানে।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতোমধ্যে ক্যামেরায় ধারণ করা হয়েছে। মিম বললেন, ‘উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে। তার ওপর আমার নিজের অভিনীত গান নিয়ে কথা। তাই আর দেরি করলাম না, এক কথায় রাজি হয়ে গেলাম।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস