
ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা কোনো বক্তব্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এ হেডকোয়ার্টার্স থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি কিংবা মন্তব্য কেউ পোস্ট করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বার্থান্বেষী একটি মহল সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি এবং মন্তব্য পোস্ট করছে। এর মাধ্যমে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের